গল্প নয় সত্যি
কোম্পানীগঞ্জের ছাত্র/ছাত্রীরা আইসিটির দিকে ঝুকছে। এখানকার ছাত্র /ছাত্রী ও শিক্ষক এ ব্যাপারে বেশ তৎপর। এদেরকে নিয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলোকে সরকার ঘোষিত আইসিটি ক্লাব হিসেবে উদ্যোগ নেওয়া হচ্ছে। মেধাভিত্তিক ছাত্র/ছাত্রী সমাজ বিনির্মাণে এ উদ্যোগ কার্যকর হবে মর্মে আশা করা যায়। সিলেটকে পর্যটন নগরী হিসেবে আধুনিকায়নে সমাজের সর্বস্তরের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। আশা করা হচ্ছে, বিভাগীয় কমিশনার স্যার কর্তৃক নির্দেশিত হয়ে আগামী ২০২০ এর মধ্যে আমরা সিলেট বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তুলতে পারবো। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কোম্পানীগঞ্জ, সিলেট এ ব্যাপারে বিশেষভাবে বদ্ধ পরিকর রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস